গাজীপুর জেলা ছাত্রলীগের সদ্য বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর গাবতলী থেকে গ্রেপ্তার করা হয় তাকে। ওই সময় আলিয়া আক্তার রিয়া নামে তার এক নারী সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছয় হাজার ইয়াবা।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, গাবতলী এলাকায় অভিযান চালিয়ে এক নারী সহযোগীসহ জাহাঙ্গীর সরকারকে গেপ্তার করা হয়।
গ্রেপ্তার করা জাহাঙ্গীর সরকার (২৭) গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়নের গোদারচালা গ্রামের ইকবাল সরকারের ছেলে। তিনি গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। ইয়াবা কারবারে জড়িত থাকায় গত ২০ ডিসেম্বর জাহাঙ্গীর সরকারকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।