অন্যান্য সব তারকাদের মতো দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভুও নতুনভাবে শুরু করতে চাচ্ছেন নতুন বছর। বিচ্ছেদের যন্ত্রণা ও বিরহ দূরে রেখে ২০২২ সালে নিজেকে নতুনভাবে পরিচয় করানোর ইচ্ছা তার। কিন্তু চলতি বছরের শেষ মুহূর্তে তার এক পোস্ট ঘিরে এখন উত্তাল নেটদুনিয়া।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন সামান্থা প্রভু। আর সেই পোস্ট ঘিরেই এখন উত্তাল নেটদুনিয়া। এখন প্রশ্ন, নায়িকার পোস্ট কি তাহলে ইঙ্গিতবাহী? তিনি কি প্রাক্তন স্বামী ও তার পরিবারের বলা একটি কথার সূত্রেই তা শেয়ার করেছেন, নাকি কেবলই কাকতালীয়।
সামান্থা লিখেছেন, ‘নারীকে ভোগ্যপণ্য হিসেবে যাতে না দেখে সেই শিক্ষাই আপনার ছেলেকে দিন…’। আর এই লাইনটি মনে করিয়ে দিচ্ছে তার সঙ্গে নাগা চৈতন্যের বিচ্ছেদের পর সামান্থাকে নিয়ে বলা নানা কথা।
প্রসঙ্গত, চলতি বছরের ২ অক্টোবর দাম্পত্য বিচ্ছেদের কথা প্রকাশ্যে আনেন সামান্থা এবং নাগা চৈতন্য। কিন্তু তারা কেউই বিচ্ছেদের কারণ প্রকাশ্যে আনেননি তখন। তবে নাগার পরিবারের ঘনিষ্ঠ একজন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, বিয়ের পরও সামান্থার আইটেম সং ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে বেশ আপত্তি ছিল নাগার পরিবারের।
‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে অভিনেত্রীর শয্যা দৃশ্যে নাগার পরিবার এতটাই অবাক হয়েছিলেন, ছেলের বউ সামান্থাকে ‘বিশ্বাসঘাতক’ বলেও দাগা দিয়েছিলেন। শ্বশুর বাড়ির এমন আচরণ মেনে নিতে পারেননি সামান্থা। আর এ কারণেই নাকি বিচ্ছেদ হয় তাদের।
এদিকে কয়েক দিন আগে নাগার একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, কেমন চরিত্র তার পছন্দ এমন প্রশ্নের উত্তরে নাগা জানান, যে চরিত্র তার বা তার পরিবারের সম্মানে আঁচ না ফেলে। এরপর অনেকেই মনে করেছিলেন সামান্থার দিকে আঙুল তুলেছেন নাগা। যদিও নাগা কারও নাম উল্লেখ করেননি। আর এ নিয়ে পরবর্তীতে কোনো কথাও বলেননি অভিনেত্রী।