নোয়াখালীর চাটখিল উপজেলায় সংবাদ সংগ্রহ করে ফেরার পথে হামলার শিকার হন সাইফুল ইসলাম রিয়াদ নামে এক স্থানীয় সাংবাদিক। ঘটনার সংবাদ সংগ্রহ করে ফেরার পথে হামলাকারীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তার ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার হাঁটপুকুরিয়া ইউনিয়নের স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী তাজুল ইসলামের বাড়ীর সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তিনি আমাদের নতুন সময় ও আওয়ার টাইম পত্রিকার চাটখিল প্রতিনিধি হিসেবে কর্মরত।
সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদ জানান, আনারস প্রতীকের প্রার্থী তাজুল ইসলামের বাড়ীর সামনে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এমন খবর পেয়ে নিজের ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে যান তিনি। ঘটনাস্থল থেকে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে শাহজাহান কোম্পানীর বাড়ির সামনে পৌঁছালে ৭ থেকে ৮জন মুখোশধারী তার গাড়ির গতিরোধ করে। কোনো কিছু বুঝে উঠার আগে মুখোশধারীরা তার উপর আক্রমণ করে। এসময় দুর্বৃত্তরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তার মোটরসাইকেল আগুন ধরিয়ে পালিয়ে যায়। তাদের সবার হাতে দেশিয় অস্ত্র ও বিস্ফোরক ছিল জানান তিনি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।