ads
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম

টাঙ্গাইলে ছাত্রলীগের নতুন নেতৃত্বের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতেই হাতাহাতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ জানুয়ারি, ২০২২
  • ৫৬ বার পঠিত

টাঙ্গাইলে সম্মেলনের মাধ্যমে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সোহানুর রহমান সোহান সভাপতি ও ইলিয়াস হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নতুন সভাপতি-সম্পাদকের নেতৃত্বে এবার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্যোগ নেয় দলটি। আয়োজন করা হয় নানা কর্মসূচি। আর এ প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালিতে ঘটেছে হাতাহাতির ঘটনা। এতে শান্ত সিকদার নামে এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের সবুর খান টাওয়ারের সামনে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে।

আহত শান্ত সিকদার জানান, শহীদ মিনারে ছাত্রলীগের অনুষ্ঠানে যাওয়ার পর সেখানে তুর্য্য নামের এক ছেলে তাকে ডেকে শহরের সবুর খান টাওয়ারের সামনে নিয়ে যায়। প‌রে আমাকে বাসা কোথায় জিজ্ঞেস করেই সেখানে থাকা প্রান্তের নেতৃত্বে মারধর করতে থাকে। এ সময় তারা কাঠের লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে। পরে দৌঁড়ে পালিয়ে যান শান্ত। এ সময় হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন শান্ত। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে হাতাহাতির বিষয়টি অস্বীকার করে জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান বলেন, র‌্যালির মিছিলের ব্যানার ধরতে যাওয়া নিয়ে একটু ধাক্কাধাক্কি হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102