হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এ কারণে কোনো দেরি না করে মুহূর্তেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে তার সুস্থ হয়ে উঠার অপেক্ষায় মেয়ে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে, হাসপাতাল সূত্র জানিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েছেন জ্যাকুলিনের মা।
সংবাদ সংস্থা এএনআই-এর খবরে বলা হয়েছে, বর্তমানে নিয়মিত চিকিৎসা পর্যবেক্ষণে রয়েছে অভিনেত্রীর মা।
জানা গেছে, মায়ের এই কঠিন সময়ে পাশে থাকতে পারছেন না জ্যাকুলিন। তিনি বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন। আর তার মা রয়েছেন বাহরিনে। পারস্য উপসাগরের পশ্চিম দিকের দীপপুঞ্জে অভিনেত্রীর মা-বাবার বাড়ি। আর সেখানেই অসুস্থ হয়ে পড়েন জ্যাকুলিনের মা।
এদিকে জ্যাকুলিন সময়ের সঙ্গে সঙ্গে সুকেশ চন্দ্রশেখর ইস্যুতে আলোচনায় উঠে এসেছে। পাশাপাশি সুকেশের সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা চর্চা চলছে।