টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব অধিকারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে বুধবার (৫ জানুয়ারি) সকালেই সোশ্যাল মিডিয়ায় চাউর হয়। রাতে সেই খবরের সত্যতা নিশ্চিত করলেন দেব। স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে দেব জানান, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়েছেন তার বান্ধবী ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রও।
এই সাংসদ-অভিনেতা দেব জানান, শেষমেষ কোভিড পরীক্ষার ফল হাতে পেলাম। হ্যাঁ, আমিও করোনায় আক্রান্ত। কিন্তু কোনো রকম উপসর্গ নেই। বাড়িতেই আইসোলেশনে রয়েছি।
কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর রুক্মিণী মৈত্র জানিয়েছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আমি কোভিডে আক্রান্ত। হোম আইসোলেশনে রয়েছি। আমাদের পারিবারিক চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাচ্ছি। এটা কঠিন পরীক্ষার সময়। তাই মনকে শক্ত রাখা প্রয়োজন। মাস্ক পরুন সবাই। আশা করি, খুব শিগগিরই সুস্থ হয়ে উঠব।
এর আগে বুধবার সকালেই দেব বলেছিলেন, আমি কোভিডে আক্রান্ত নই। আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার খবর রটনা মাত্র। সকালেই আরটি-পিসিআর টেস্ট করিয়েছি। রাতে রিপোর্ট পাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত চিন্তা করার জন্য। তবে হ্যাঁ, একটা বিষয় নিশ্চিত করতে চাই সিনেমা, মেলা-মিছিল, জন সমাবেশ সব অপেক্ষা করতে পারে। প্রিয়জনদের খেয়াল রাখুন। আর মাস্ক পরুন। আমরা খুব শিগিগিরিই এই পরিস্থিতি থেকে বের হব। সময়মতো রিপোর্ট এলে দেখা গেল দেবের শরীরেও থাবা বসিয়েছে করোনা।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় টালিউডের একাধিক তারকার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় রাজ-শুভশ্রী, পরমব্রত, রুদ্রনীল, মিমির পর এবার টলিপাড়ার আরও দুই তারকা দেব-রুক্মিণী করোনায় আক্রান্ত হয়েছেন। সৃজিত, পার্ণো, শ্রীজাতদের শরীরেও থাবা বসিয়েছে এই ভাইরাস।