হাটহাজারীতে সৎ পিতা কর্তৃক মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে মো. ইব্রাহিম হোসেন পারভেজের বিরোদ্ধে। গতকাল শুক্রবার পৌরসভার মধ্যম মিরেরখিল এলাকা থেকে ধর্ষকারীকে আটক করেছে র্যাব ৭।
র্যাব ৭ সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারী ভিকটিমের মাকে জোর করে ঘর থেকে বের করে দিয়ে সৎ পিতা ভিকটিমের শয়ন কক্ষে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করে। গত বৃহস্পতিবার ভিকটিমের মা র্যাব-৭ এ অভিযোগ দায়ের করেন।
হাটহাজারী সিপিসি কোম্পানি-২ কমান্ডার মাহফুজুর রহমান বলেন, সৎ পিতা কর্তৃক কন্যা ধর্ষণকারীকে আটক করা হয়েছে। আটককৃতকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।