ads
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন

পৌষের শেষে শিলাবৃষ্টিতে চাঁপাইতে চাষিদের মাথায় হাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ১২ বার পঠিত

পৌষের শেষে শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের বেশ কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। বুধবার রাতের ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টিতে জেলার প্রায় ৮২১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে কৃষি বিভাগ।

স্থানীয় কৃষকরা জানান, সরিষা, পেঁয়াজ, শাকসবজি, স্ট্রবেরি, বোরো বীজতলা ও আলু খেতের ক্ষতি হয়েছে বেশি। আগামীতে চাষাবাদ অব্যাহত রাখতে কৃষি প্রণোদনার দাবি জানিয়েছেন তারা।

পৌষের শেষে হঠাৎ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও সদর উপজেলায় ঝড়োহাওয়াসহ শিলাবৃষ্টি হয়। বুধবার রাতের সেই বৃষ্টিতে কৃষকের মাঠে থাকা সরিষা, পেঁয়াজ, বোরোর বীজতলা ও ডালজাতীয় ফসলের ক্ষতি হয়েছে। পৌষের শেষে এমন বৃষ্টি অনেকের কাছেই বিরল ঘটনা।

দিনরাত পরিশ্রম করে ফলানো সরিষা, পেঁয়াজ ও স্ট্রবেরিসহ বেশ কিছু ফসল আর কয়েকদিন পরেই ঘরে তুলতেন কৃষকরা। এসব মাঠে এখন শুধুই হাহাকার। কষ্টের ফসল সবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে শিলাবৃষ্টির কারণে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে তাদের আগামীতে প্রণোদনায় অগ্রাধিকার দেওয়া হবে। তবে বৃষ্টিতে কৃষকের মাঠের ফসলের ক্ষতি হলেও ওপকার হবে চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আমের। আম গাছের ধুলাবালি ধুয়ে গেল এ বৃষ্টিতে। এতে আমের মুকুল ভালো হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102