শেরপুর: শেরপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এর সমাপ্ত স্টেপ প্রকল্প হতে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন শিক্ষক বৃন্দের চাকুরী মাননীয় প্রধানন্ত্রীর নিদের্শনায় আলােকে দ্রুত রাজস্ব করণ ও দীর্ঘ ১৮ মাসের বকেয়া বেতনের দাবিতে মানবন্ধন করেছে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ মিনারে মানবন্ধন করেছে ইনস্টিটিউটের শিক্ষকরা।
মানবন্ধনে উপস্থিত ছিলেন প্রধানন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সদস্য ও অত্র ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর প্রকৌশলী দীপক কুমার দাস, বাংলাদেশ পলিটেকনিক টিচার ফেডারেশন এর শেরপুর পলিটেকনিক শাখার সভাপতি ও ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর প্রকৌশলী মো: জাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
মানববন্ধনে শিক্ষকদের সাথে একাত্বতা প্রকাশ করেন ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রীবৃন্দ। এসময় শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীর পক্ষে থেকে বক্তব্য রাখেন ইনস্টিটিউটের ছাত্রলীগের সভাপতি মো: হাসানুর রহমান ।
মানববন্ধনে শিক্ষেকগণ তাদের বকেয়া বেতন ও প্রধানন্ত্রীর নিদের্শনার আলোকে চাকুরি দ্রুত রাজস্ব করনের দাবী জানান এবং এ বিষয়ে প্রধানন্ত্রীর সু-দৃষ্টি ও হন্তক্ষেপ কামনা করেন।