নাটোরের সিংড়ায় শুকাশ ইউনিয়নে মৌগ্রামে শবে বরাতের রাতে ছিন্নি বিতরনকে কেন্দ্রে করে জোড়া খুনের মামলায় ৭জন আসামীকে সাত বছর করে কারাদন্ড এবং একজন আসামীকে খালাস দিয়েছে আদালত।
এছাড়া সাজাপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ের আরো ৬ মাস করে কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে ।
দীর্ঘ ২৮ বছর ধরে স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালতের বিচারক সোমবার মোঃ মসলেম (৭২), আব্দুল কুদ্দুস (৭০) পিতা মৃত. এবারত, মোঃ আফছার, পিতা মৃত. মোজা, মোঃ ওয়াদুদ (৬৫) পিতা মৃত. এবারত, শাহাদত (৫৫) পিতা মৃত. শাহজাহান, মোঃ রেজাউল (৫২) পিতা মৃত.শাহজাহান,মোঃ দুলাল, পিতা মৃত.মহুরী। এই সাত জনকে সাত বছর করে কারাদন্ড ও সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল (৫১) নামে একজনকে খালাস প্রদান করেন। মামলার অপর দুই আসামী মৃত্যুবরণ করেছেন।
২৪ (জানুয়ারী) সোমবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরিফ উদ্দিন এই রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ১৯৯৪ সালের ২৭ জানুয়ারী সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের মৌগ্রাম গ্রামে শবে বরাতের রাতে ছিন্নি বিতবরণকে কেন্দ্র করে স্থানীয় আক্কাস আলী ও সিকিম প্রামানিক এর সাথে কুদ্দুস আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।সংঘর্ষে কুদ্দুস আলীর সমর্থকদের হামলায় আক্কাস ও সিকিম আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত সিকিমের ছেলে আমির হামজা বাদী হয়ে ১০ জনকে অভিযুক্ত করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
এসময় অভিযুক্তরা আদালতে হাজির ছিল।পরে অভিযুক্তদের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।