ads
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম

মৃত সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মা নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২
  • ৪৪ বার পঠিত

মৃত সন্তান নিয়ে বাড়ি ফেরার পথে বগুড়ার নন্দীগ্রামে ট্রাকচাপায় মা রোজিনা খাতুন (২৫) নিহত হয়েছেন।

শনিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ১টায় বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম মহিলা কলেজের সামনে দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা খাতুন নাটোর জেলার সিংড়া উপজেলার বেওলা গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

জানা গেছে, রোজিনা খাতুন প্রসব বেদনা নিয়ে শনিবার সন্ধ্যায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হন। রাতে সেখানে রোজিনা খাতুন মৃত ছেলে সন্তান প্রসব করেন। মৃত সন্তান নিয়ে স্বামী-স্ত্রী বাড়ি ফেরার জন্য সিএনজিচালিত অটোরিকশায় নন্দীগ্রামে পৌঁছান।

সেখান থেকে রাত ১টার দিকে তারা ব্যাটারিচালিত রিকশায় বাড়ি ফিরছিলেন। নন্দীগ্রাম মহিলা কলেজের সামনে রোজিনা খাতুন অটোরিকশা থেকে মহাসড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে নাটোরগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রোজিনা খাতুন মারা যান।

নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার পর পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102