ads
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম

আ.লীগ- স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৪ বার পঠিত

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন।

মঙ্গলবার বিকেল ৩টায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসির উদ্দিন টিপু ও স্বতন্ত্র প্রার্থী (ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান) ইলিয়াস চৌধুরীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫১)। তিনি ধর্মপুর ইউনিয়নের কুণ্ডকুল এলাকার কালু মিয়ার ছেলে। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইলিয়াসের মিছিলে নৌকা প্রার্থী নাসিরুদ্দিন টিপুর সর্মথকরা হামলা করেছেন বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

খবর পেয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল, পরিদর্শক (তদন্ত) সুজন কুমারের নেতৃত্বে বিপুল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে যেকোনো সময়ই ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

ওসি আব্দুল জলিল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়ার ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102