বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট খুলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে নওশাদ আলী নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর আলমনগর স্টেশন রোড এলাকায় অবস্থিত র্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এর আগে রংপুর নগরীর তাজহাট থানার মডার্ন মোড় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশীর আহামেদ।
র্যাব জানায়, নওশাদ আলী বেশ কিছুদিন ধরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একটি ‘শাদ টিপু এমপি’ ভুয়া অ্যাকাউন্ট খুলে চালাচ্ছিল। শুধু তাই নয়, অসহায় বেকারদের বাণিজ্যমন্ত্রী পরিচয়ে চাকরি দেওয়ার নাম করে আকৃষ্ট করেছে। সে মন্ত্রীর পরিচয়ে মেসেঞ্জারে চ্যাটিংয়ের মাধ্যমে চাকরির বিষয় নিয়ে আলোচনা করতো। মন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে রংপুর জেলা ও মহানগরের আশপাশের এলাকার অসহায় বেকারদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।
ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশীর আহামেদ জানান, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।