নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আট ইউনিয়নের তিনটিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা সমর্থিত, চারটিতে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল এবং একটিতে জামায়াত সমর্থিত প্রার্থী চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে এখানে কাউকে দলীয় প্রতীক নৌকা দেওয়া হয়নি। ফলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই মেয়র আবদুল কাদের মির্জা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের নেতৃত্বে আট ইউনিয়নে আলাদা প্রার্থী দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র আবদুল কাদের মির্জা সমর্থিত ১ নম্বর সিরাজপুর ইউনিয়নে নাজিম উদ্দিন মিকন, ৩ নম্বর চর হাজারী ইউনিয়নে মহি উদ্দিন সোহাগ ও ৭ নম্বর মুছাপুর ইউনিয়নে আইয়ুব আলী জয়ী হয়েছেন।
পাশাপাশি মিজানুর রহমান বাদল সমর্থিত ৪ নম্বর চর কাঁকড়া ইউনিয়নে হানিফ সবুজ, ৫ নম্বর চর ফকিরা ইউনিয়নে জায়দুল হক কচি, ৬ নম্বর রামপুর ইউনিয়নে সিরাজিস সালেকিন রিমন, ৮ নম্বর চর এলাহি ইউনিয়নে আবদুর রাজ্জাক এবং ২ নম্বর চর পার্বতী ইউনিয়নে জামায়াত ইসলাম সমর্থিত মোহাম্মদ হানিফ বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
আট ইউনিয়নে ৩৯ জন চেয়ারম্যান, ৩০৫ জন সাধারণ সদস্য এবং ৭৯ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) আট ইউনিয়নের ৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। মোট ভোটার এক লাখ ৮২ হাজার ৫২৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৩ হাজার ৭৫৭ এবং নারী ভোটার ৮৮ হাজার ৭৭১ জন।