নানান অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশৃঙ্খলার কারণে স্থগিত হওয়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ। ৩ হাজার ৩২ ভোটের মধ্যে ভোটগ্রহণ হয়েছে ২ হাজার ৮৭টি ভোট।
কেন্দ্রটিতে দিনভর অনেক ভোটারের হাতে ‘নো রিটার্ন’ লেখা যুক্ত ভোটার স্লিপ দেখা গেছে। কোনো ভোটারের নাম, মোবাইল নম্বর বা এলাকার নামও লেখা ছিল না ওই স্লিপে। এমন একটি ভোটার স্লিপ এসেছে গণমাধ্যমের হাতে। তাতে লেখা রয়েছে ‘নো রিটার্ন’।
এদিকে এমন স্লিপের ব্যাখ্যা খুঁজেছেন অনেকেই। তাদের ধারণা এটা কোনো সাংকেতিক চিহ্ন হবে। যে ব্যক্তি ওই ভোটার স্লিপ নিয়ে ভোটকক্ষে প্রবেশ করবেন তাদের যেন ফিরিয়ে না দেন। ভোটগ্রহণের দায়িত্বে থাকা সহকারি প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসাররা।
প্রিসাইডিং অফিসার মো. রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, এমন কোনো স্লিপ চোখে পড়েনি বলে জানিয়েছেন প্রিসাইডিং অফিসার মো. রেজাউল করিম।
সকাল থেকেই কেন্দ্রটিতে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ৮১ জন পুলিশ সদস্যের পাশাপাশি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, গোয়েন্দা পুলিশ( ডিবি) ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর উপজেলার ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরমধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার কারণে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন।