রমিজ উদ্দিন (৫৩) ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদি। হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় এ ঘটনা ঘটে।
কারারক্ষী আশরাফুল বলেন, মৃত রমিজ উদ্দিনের কয়েদি নম্বর ১৪৩০-এ। তার বাবার নাম হাকিম উদ্দিন। তিনি আগে থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হবে। বর্তমানে লাশটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।