ads
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরের শিবচরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক বিপিএলের উদ্বোধন: নতুনরূপে শুরু হলো জমকালো আয়োজন হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠি পেয়েছে নয়াদিল্লি বৈষম্যবিরোধী হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরানোর ভিডিও ভাইরাল, যা জানা গেল হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা সরকারের দায়িত্ব: জোনায়েদ সাকি পরকীয়া প্রেমের জের, জোরপূর্বক ধর্ষণের পর কুপিয়ে জখম অবৈধ সম্পদ অর্জন: দুদকের মামলার জালে সাবেক এমপি হেনরী দম্পতি নিম্নমাধ্যমিক-মাধ্যমিক স্কুলে ২০২৫ সালের ছুটির তালিকা প্রকাশ শিল্পকলার লাকীসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডাকাতির প্রস্তুতিকালে ছাত্রলীগ নেতাসহ আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ছাত্রলীগ নেতাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫টি ধারালো অস্ত্র।

গ্রেপ্তারকৃতরা হলো দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়ার আমজাদ শেখের ছেলে রুবেল শেখ (২৬) ও দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার নাসির শেখের ছেলে জাকির শেখ (২১)। এ বিষয়ে থানায় মামলা দায়েরের পর গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

এদের মধ্যে জাকির হোসেন গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল সংলগ্ন জনৈক বাবুর মেহগনি বাগানের মধ্যে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সূত্রে জানা গেছে, পাশ্ববর্তী ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া এলাকায় আটকে থাকা যানবাহন ও যাত্রীদের ওপর হামলা চালিয়ে প্রায় প্রতিরাতেই সাধারণ যাত্রী ও চালকদের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নেওয়া ও রক্তাক্ত জখম হওয়ার ঘটনা ঘটছে। গ্রেপ্তারকৃতরা এই চক্রেরই সদস্য।

গ্রেপ্তারকৃত জাকিরের বিষয়ে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ বাবু মন্ডল গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সে (জাকির হোসেন) কলেজ ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক পদে ছিল। ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার ঘটনা জানার পর আমরা তাকে তাৎক্ষণিকভাবে কলেজ ছাত্রলীগ থেকে বহিষ্কার করেছি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার ভোরে ডাকাতি প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে আমরা ঘটনাস্থলে বিশেষ অভিযান চালাই। এ সময় ডাকাত দলের কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। তবে দুই যুবক গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ টি লোহার তৈরি রামদা, ১ টি লোহার তৈরি ধারালো দা, ১ টি লোহার তৈরি ধারালো চাকু, ১ টি গিয়ার চাকু, ১ টি লোহার হাতল যুক্ত লোহার হাতুড়ি, ১ টি নাইলনের রশি, ১ টি মাঝারি আকারের প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102