ময়মনসিংহের ভালুকা, মুক্তাগাছা, ত্রিশাল ও গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নানি ও নাতনিসহ পাঁচজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আট সেনাসদস্যসহ কমপক্ষে ২৩ জন আহত হয়েছেন।
আজ বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার মেহেরাবাড়ীতে বাসের ধাক্কায় পথচারি নানি ও নাতনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় দুর্ঘটনাস্থলের পাশ দিয়ে সেনাবাহিনীর একটি গাড়ি অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গেলে আট সেনাসদস্য আহত হন।
এ দিকে আজ সকালে মুক্তাগাছার চেচুয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নারী নিহত এবং দুপুরে ত্রিশালের কাজির সিমলায় দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের সঙ্গে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে এক শিশু মারা যায়।