শখের দাম নাকি লাখ টাকা। এবার বাস্তবেও মিললো তার প্রমাণ। হারিয়ে যাওয়া শখের গাভি ফিরে পেতে সন্ধানদাতার জন্য ঘোষণা করা হলো লাখ টাকা পুরস্কার। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ঘটেছে এমন ঘটনা।
৩৮ হাজার টাকায় কেনা হারিয়ে যাওয়া ওই গাভির মালিক মো. মোহাদ্দেস হোসেন এক সময়ের খামার মালিক ছিলেন। বীরগঞ্জ উপজেলার কলেজপাড়ার সেই খামারে ছিল ১৫টি গরু। করোনার কারণে অর্থসংকটে পড়লে সব গরু বিক্রি করে দেন মোহাদ্দেস। পরে যুক্ত হন কৃষিকাজের সঙ্গে।
এদিকে খামার হারিয়ে মন খারাপ হয় মোহাদ্দেসের স্ত্রীর। এক সময় স্ত্রীর অনুরোধে ৩৮ হাজার টাকা দিয়ে কেনেন ফ্রিজিয়ান জাতের একটি গাভি। সেই গাভিটি ৩১ ফেব্রুয়ারি মধ্যরাতে হারিয়ে যায়। পরে হারিয়ে যাওয়া গাভির সন্ধানে মোহাদ্দেস হোসেন হাটবাজার, পাড়ামহল্লা থেকে শুরু করে বিভিন্ন স্থানে পোস্টার লাগান। সেখানে গাভির সন্ধানদাতাকে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেন।
মোহাদ্দেস হোসেন গণমাধ্যমকে বলেন, ‘শখের গাভি হারিয়ে যাওয়ায় স্ত্রী-সন্তানের মন খারাপ। তাই গাভিকে ফিরে পেতে এই পথ বেছে নিয়েছি।’