বগুড়া শহরের এডওয়ার্ড পার্কের ভেতর আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরাজ (১৮) নামে এক যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহত নয়ন শহরের বৃন্দাবনপাড়া এলাকার আব্দুর রহমানে ছেলে।
প্রেমের জেরে প্রেমিকার প্রেমিক নয়নকে হত্যা করে থাকতে পারে বলে অভিযোগ তার পরিবারের।
ওই ঘটনায় মোহাম্মাদ নাজমুল নামের অপর এক যুবক ছুরিকাহত হন। তিনি নয়নের বন্ধু বলে পুলিশ জানিয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নাজমুলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সদর থানা পুলিশ।
নিহত নয়নের ভাই জানান, শহরের বাদুরতলা এলাকার এক মেয়ের সঙ্গে প্রায় এক বছরের সম্পর্ক ছিল নয়নের। একপর্যায়ে মেয়েটি নয়নের সঙ্গে সম্পর্ক ভেঙে গাবতলী উপজেলার এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। তারপর থেকে সেই ছেলেটি ফেসবুক ও মুঠোফোনে বারবার নয়নকে হুমকি দিয়ে আসছিল।
তিনি আরও জানান, যে মেয়েটির সঙ্গে নয়নের সম্পর্ক ছিল তার নতুন প্রেমিক ঘটনাটি মীমাংসার জন্য তাকে পার্কে ডেকে নিয়েছিলেন। নাজমুল ও নয়ন সেখানে মীমাংসার জন্য গেলে অতর্কিতভাবে তাদের ওপর হামলা করা হয়। গুরুতর আহত দুজনকে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নয়নের লাশ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জড়িতদের আটক করতে ঘটনার পর থেকেই অভিযান শুরু হয়েছে।