কুড়িগ্রামে একটি পাথর বোঝাই ট্রাক থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাক চালকসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত ১১টার দিকে শহরের ধরলা সেতুর পশ্চিম প্রান্তে ওই ট্রাকের কেবিন থেকে এই গাঁজা উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার (২২ ফ্রেব্রুয়ারি) দুপুরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার দুজন হলেন– ট্রাকচালক সোহেল মিয়া (৩৮) ও হেলপার সবুজ মিয়া (৩৫)। তাদের দুজনের বাড়ি জামালপুর জেলায়।
সদর থানার ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১১টার দিকে শহরের ধরলা সেতু এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সে সময় নাগেশ্বরী থেকে টাঙ্গাইলগামী পাথর বোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-৮৭৪৮) কেবিন থেকে ২১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজা বহনের অভিযোগে ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, মাদক নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা পুলিশ মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।