ads
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম

হস্তান্তরের আগেই মডেল মসজিদের দেয়ালে ফাটল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৫ বার পঠিত

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভবনের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে মসজিদের নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

তবে নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ বলছেন, ভয়ের কিছু নেই। সংস্কার করে দিলেই সেটা আর বোঝার উপায় থাকবে না।

সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের আওতায় ২০১৮ সালে গণপূর্ত অধিদপ্তরের অধীনে জেলার হরিপুর উপজেলা সদরে মডেল মসজিদ নির্মাণকাজ শুরু হয়। ১২ কোটি ১৫ লাখ টাকায় রংপুরের জনৈক খায়রুল কবীর নামের এক ঠিকাদার নির্মাণকাজের দায়িত্ব পান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে গত বছরের ২১ জুন মসজিদটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ইমামও নিয়োগ করা হয়। কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের কাছে হস্তান্তর না হওয়ায় মসজিদটি এখনো চালু করা হয়নি।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, মসজিদের জায়গায় ঠিকভাবে পাইলিং না করার কারণে তা দেবে গিয়ে দেয়ালে ফাটল দেখা দিয়েছে। নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। এ কারণেই হয়ত দেয়ালে ফাটল দেখা দিয়েছে।

ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান সরকার গণমাধ্যমকে বলেন, হরিপুর মডেল মসজিদের দেয়ালে ফাটল তেমন কোনো বড় ত্রুটি নয় বা এটাতে ভয়ের কিছু নেই। পলেস্তরা ফেটেছে। সংস্কার করলেই ঠিক হয়ে যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102