ads
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম

পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ, এসআই ক্লোজড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় শাান্তিগঞ্জ থানার এসআই দেবাশীষ সূত্রধরকে ক্লোজড করা হয়েছে। গতকাল শনিবার (২৬ ফেব্রুয়ারি) দেবাশীষকে ক্লোজড করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে অন্তর্ভুক্ত করা হয়েছে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাইদ।

এর আগে উজির মিয়া নিহতের পর মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিচারের দাবি করলে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুই পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়। বিক্ষোভ সামাল দিতে সেদিনই উজির মিয়াকে নির্যাতনের সঙ্গে জড়িত থাকায় এসআই দেবাশীষকে দিরাই থানায় বদলি করা হয়েছে।

ঘটনার পর গত শুক্রবার বিকেলে পরিকল্পনান্ত্রী এম এ মান্নান নিহত উজির মিয়ার বাড়িতে গিয়ে সুষ্ঠ বিচারের আশ্বাস দেন পরিবারকে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাইদ গণমাধ্যমকে জানিয়েছেন, এসআই দেবাশীষকে ক্লোজড করে সুনামগঞ্জ পুলিশ লাইন্সে আনা হয়েছে। লিখিত কাগজ এখনো প্রস্তুত হয়নি।

উল্লেখ্য, গত বুধবার ৯ ফেব্রুয়ারি রাতে একটি গরু চুরির মামলার সন্দেহজনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। ২১ ফেব্রুয়ারি উজির মিয়া নিজ বাড়িতে অসুস্থতা আরও বাড়লে স্থানীয় হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরে গত (২১ ফেব্রুয়ারি) বিকেলে নিহত উজির মিয়ার স্বজনরা পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ করে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ঘটনাস্থলে পৌঁছে শান্তিগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ এলাকাবাসীকে ন্যায় বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102