ads
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম

পটলের কেজি ১৬০ টাকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৪২ বার পঠিত

দিনাজপুরের হিলিতে কাঁচাবাজারগুলোতে আগে ভাগেই উঠতে শুরু করেছে অসময়ের সবজি পটল। আর প্রতিকেজি পটল বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৬০ টাকা দরে। ইচ্ছা থাকলেও দাম বেশি হওয়ায় বেশিরভাগ ক্রেতাই পটল কিনতে পারছেন না। বিক্রেতারা জানান গত এক সপ্তাহের তুলনায় কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা কমেছে দাম।

মঙ্গলবার (১ মার্চ) হিলির কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের পটল বিক্রেতা সোহেল রানা জানান, কাঁচা সবজির দাম অনেকটাই বেশি। তবে পটলের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে প্রতি কেজি প্রকারভেদে বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকা। পাইকারি বাজারে ১২০ টাকা কেজি দরে বিক্রি হলেও মঙ্গলবার হিলির খুচরা বাজারে ১৫০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ক্রেতা অনেক কম।

হিলি বাজারে সবজি কিনতে আসা মাসুদ রানা জানান, কয়েকদিন আগে টিভিতে দেখলাম যে ঢাকার বাজারে পটল উঠেছে। সেই থেকেই কেনার ইচ্ছা ছিল। আজ বাজার করতে এসে দেখি বাজারে অসময়ের পটল বিক্রি হচ্ছে। তবে স্বাদ নিতে সামান্য পরিমাণে কিনলেও দাম অনেক বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102