ads
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম

ছাদ থেকে ফেলে স্ত্রীকে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৮ বার পঠিত

কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের মুন্সেফবাড়ি এলাকায় এক নারীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার (১ মার্চ) রাতে কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকার চারতলা বিশিষ্ট রহমান ভিলাতে এ ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তি জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মৃত আব্দুস ছাত্তারের মেয়ে রুবি আক্তার (৪২)।

নিহতের ভাই ব্যাংক কর্মকর্তা গোলাম মোস্তফার দাবি, রুবির স্বামী জাহাঙ্গীর হোসেনের অন্য নারীর সঙ্গে প্রেম ছিল। এ বিষয়ে প্রতিবাদ করলে রুবিকে প্রায় মারধর করত। তাকে পরিকল্পিতভাবে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। এ ঘটনা তদন্ত করে বিচার দাবি করছি। আমার বোনকে যে ভবনের ছাদ থেকে ফেলেছে, সেই ভবনে আড়াই ফুট নিরাপত্তা বেষ্টনী রয়েছে। আমার বোনকে কেউ না ফেললে এখান থেকে পড়ার প্রশ্নই আসে না।

নিহত রুবির স্বামী জাহাঙ্গীর হোসেনের দাবি, রুবি আমার দ্বিতীয় স্ত্রী। ২০১৩ সালে বিয়ে হয়। আমরা খুব ভালোই ছিলাম। ঘটনার সময় আমরা কেউ বাড়িতে ছিলাম না। আমার বয়স্ক মা ও ছেলে পিয়াল বাসায় ছিল। ধারণা করছি, ছাদে উঠে মাথা ঘুরে পড়ে গেছে। নির্যাতন ও প্রেমের বিষয়টি মিথ্যা।’

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আমরা ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাব। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে। এ ঘটনায় স্বামী ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102