ads
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম

১৯ গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৪২ বার পঠিত

চট্টগ্রামে ১৯ গ্রাহকের ৭৮ হাজার ৪০ টাকা আত্মসাতের দায়ে মোহাম্মদ ইউনুস নামে এক ব্যাংক কর্মকর্তার ৯ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ৯ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুনসী আবদুল মজিদ এ রায় দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক মাহমুদ জানান, মামলার পৃথক তিনটি ধারায় আসামিকে ৯ বছরের কারাদণ্ড, ৯ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জানা গেছে, দণ্ডিত আসামি মোহাম্মদ ইউনুস সোনালী ব্যাংক সাতকানিয়া উপজেলার মরফলা বাজার কৃষি শাখার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। ইউনুস ওই উপজেলার মৈশামুরা এলাকার আলী হোসেনের ছেলে।

অর্থ আত্মসাতের অভিযোগে ২০০১ সালের ৩০ মে সাতকানিয়া উপজেলা সোনালী ব্যাংক শাখার তৎকালীন ম্যানেজার আবদুস ছবুর বাদী হয়ে সাতকানিয়া থানায় মামলাটি করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102