ads
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম

গরু চুরি করতে এসে ধরা, গণপিটুনিতে মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৪৩ বার পঠিত

কুড়িগ্রামের উলিপুরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৬০। বুধবার দিবাগত রাত ১টার দিকে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উপজেলার সাহেবের আলগা ইউনিয়েনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার গভীর রাতে চর গুজিমারী গ্রামের বজরু মুন্সির পুত্র মকবুল হোসেনের গোয়ালঘরে তিন ব্যক্তি গরু চুরি করতে যান। রাতে তিনি বোরোক্ষেতে পানি দিয়ে বাড়িতে ঢুকেই চোরের উপস্থিতি বুঝতে পারেন। এ সময় তার চিৎকারে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও অজ্ঞাত ব্যক্তিকে ধরে ফেলেন। পরে এলাকাবাসীর গণপিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু হয়।

মকবুল হোসেন বলেন, রাতে চোর চোর বলে চিৎকার করলে দুজন পালিয়ে যায়। একজনকে ধরে ফেলি। পরে চারদিক থেকে লোকজন এসে তাকে গণপিটুনি দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার বলেন, হাসপাতালে নেওয়ার আগেই মারা যান ওই ব্যক্তি।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বাড়ির মালিকসহ তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102