ads
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের স্বৈরাচারের দোসর আরও ৩৯ আমলার দ্রুত অপসারণ দাবি জুলাই ঐক্যের ধর্ষণের পর গর্ভপাত: সালিশে ব্যর্থ, মামলাও নেয়নি পুলিশ হামলা ঠেকাতে ইসরায়েলের ব্যয় দিনে ২০০ মিলিয়ন ডলার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা বিপজ্জনক নজির: জাতিসংঘে চীনা দূত বেদখল খাসজমি উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভূমি উপদেষ্টার বান্দরবানের লামায় সেনাবাহিনীর অভিযান, ৯ সন্ত্রাসী আটক দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু শ্রীবরদীতে মাছের ঘেরে ২ শিশুর মরদেহ, দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড!

বান্দরবানে ঢাকা থেকে ঘুরতে যাওয়া ৪ পর্যটকের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৩৯ বার পঠিত

বান্দরবানে চার পর্যটকসহ অজ্ঞাত ৮/৯ জন‌ের বিরুদ্ধে মামলা করে‌ছেন নীলাচ‌লের নীলাম্বরী রি‌সো‌র্টের মালিক মো. সাইদুল ইসলা‌মের স্ত্রী সুরাইয়া সুলতানা যুথী। বৃহস্পতিবার (১০ মার্চ) জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলাটি করা হয়।

অভিযুক্ত চার পর্যটক হ‌লেন- তানভীর ইসলাম(২৭), শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম অন্তু ও আরিফ। তারা সবাই ঢাকা থেকে সেখানে ঘুরতে গিয়েছিলেন।

সূত্র জানায়, ১৯ ফেব্রুয়ারি বিকাল ৪টায় এ চার জনসহ ১১ পর্যটক নীলাম্বরী রিসোর্ট ও রেস্টুরেন্টের এক নারী কর্মচারীকে দেখে ‘চুংচাং’ শব্দ উচ্চারণ করেন। পরে রিসোর্টের মালিক মো. সাইদুল ইসলাম ও তার স্ত্রী সুরাইয়া সুলতানা যুথী রিসোর্টের সামনে ছবি তোলার সময় ‘বাজে মন্তব্য’ করলে তাদেরকে মানা করা হয়। এতে তারা ক্ষুব্ধ হয়ে রিসোর্ট মালিক ও কর্মচারী‌দের মারধর করেন। প‌রে পর্যটকরা সাইদুলসহ কর্মচারী‌দের বিরুদ্ধে মামলা করলে আদালতের নির্দেশে চার জন‌কে কারাগারে পাঠানো হয়। এ ঘটনায় রিসোর্ট মালিকের স্ত্রী পাল্টা মামলা করেন।

তবে সে সময়ে পর্যটকদের পক্ষ থেকে দাবি তোলা হয়, ঢাকার শান্তিনগর ও মালিবাগ থেকে ১১ জনের একটি দল বান্দরবানে বেড়াতে আসে। বিভিন্ন স্পট ঘুরে বিকালে নীলাচলে যান তারা। এ সময় নীলাম্বরী রি‌সো‌র্টের সামনে গেলে রি‌সো‌র্টের স্বত্বাধিকারী পর্যটকদের বিরুদ্ধে তার স্ত্রী‌কে যৌন হয়রানির অভিযোগ করেন। এ নিয়ে তার সঙ্গে পর্যটকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ২০/২৫ জন কর্মকর্তা কর্মচারী পর্যটকদের মারধর করেন। এতে তিন পর্যটক আহত হন। প‌রে আহত‌দের উদ্ধার ক‌রে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি ক‌রে ট্যুরিস্ট পু‌লিশ। এ ঘটনায় রি‌সো‌র্ট মালিকসহ চার জন‌কে গ্রেফতারও ক‌রে।

বাদীপক্ষের আইনজীবী মো. খলিল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মারধর ও হয়রানির অভিযোগ এনে পর্যটক‌দের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102