দিনাজপুরের সদর উপজেলায় রশিদ (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে চেহেলগাজী ইউনিয়নে এই ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শুক্রবার (১১ মার্চ) দুপুরে আশিক (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
রশিদ চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ বাজার মোল্লাপাড়া এলাকার মুসলিম উদ্দিনের ছেলে। তিনি রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। আশিক একই এলাকার জাহাঙ্গীর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে এলাকায় বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় চুয়ানি পান করে রশিদ, আশিক, উজ্জল ও রাশেদ রানীগঞ্জ মোড়ের সাওতাল পাড়া এলাকায় যায়। সেখানে নেশাগ্রস্ত অবস্থায় তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রশিদকে পিটিয়ে জখম করে ফেলে চলে যায় তারা। সকালে তাকে রানীগঞ্জ মোড় এলাকার ধানক্ষেতে পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেয় স্থানীয়রা। পরে আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রশিদ মারা যান।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ঘটনার খবর পেয়ে একজনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।