সাজ্জাদ মাহমুদ মনিরঃ ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিমকে দেখতে হাসপাতালে যান প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার বিকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক নেতৃবৃন্দ শারীরিকভাবে অসুস্থ আব্দুল আলিমের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং চিকিৎসকের সাথে দেখা করে তাঁর উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, অর্থ সম্পাদক বিজয় রায়, এডভোকেট আব্দুস ছালাম, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, তমাল পোদ্দার, মাহবুব আলম ও আমির আলী।
দৈনিক ইত্তেফাক পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আকস্মিক অসুস্থ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের ৪র্থ তলায় ৪ নং ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তার আশু রোগ মুক্তি কামনা করে ছাতক প্রেসক্লাব ও তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।