সাজ্জাদ মাহমুদ মনিরঃ মানবতার সেবায় নিয়োজিত সিলেট ইয়াং স্টার এর সহযোগি সংগঠন ছাতক ইয়াং স্টারের এর আয়োজনে সুখের হাসি ক্লিনিক, শেখঘাট এর সার্বিক সহযোগিতায় স্থানীয় চেচান বাজারে নাবিলা ফার্মেসীতে বিনামূল্যে মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি সম্পন্ন।
ছাতক ইয়াং স্টারের সাধারণ সম্পাদক উজ্জীবক সুজন তালুকদারের পরিচালনায় উক্ত অনুষ্টান উদ্ভোধন করেন,সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রাসেল আহমদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন.যুগ্ম সাধারন সম্পাদক সদরুল ইসলাম লোকমান, রোটারিয়ান ইমাম হাসান,স্বাগত বক্তব্য রাখেন ছাতক ইয়াং স্টারের প্রচার সম্পাদক সালিক আহমদ লিটন।
এসময় প্যানেল চেয়ারম্যান মহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর,পল্লী চিকিৎসক আজহার আলী, স্থানীয় ব্যবসায়ী রাসেল আহমদ,আবুল বশর তালুকদার,ইউপি সদস্য গোলাম কিবরিয়া বাদল, হিরন মিয়া তালুকদার,হেলাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।