রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পুকুরে ডুবে টাপুর ও টুপর নামে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু উপজেলার ইসাক শেখের পাড়া গ্রামের হোসেন শেখের সন্তান। তাদের বয়স ১০ বছর। তারা স্থানীয় মুনস্টার স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের মা-বাবা আলাদা থাকেন। শিশু দুইটি তার নানির সঙ্গে থাকতো। দুপুরে স্কুল থেকে ফিরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। ওই সময় সেখানে কেউ ছিল না। শিশু দুইটির নানি ও স্থানীয়রা তাদের দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। একপর্যায়ে বাড়ির অদূরে পুকুরে তাদের লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’