বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ফুটবল মাঠে বেতাগা স্পোর্টিং ক্লাব ও বাগেরহাট জেলার বারুইপাড়া ফ্রেন্ডস একাডেমির মধ্যকার এক প্রীতি ফুটবল খেলা (১৩ মার্চ, ২০২২ রোজ রবিবার) অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে খেলাটি উদ্বোধন করেন বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ ইউনুস আলী শেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আনন্দ কুমার দাশ, বিকেএসপির হাই প্রোফাইল কোচ এস এম ইমরুল হাসান, বাংলাদেশ নৌবাহিনী ফুটবল টীমের সাবেক খেলোয়াড় নরোত্তম মজুমদার।
দুই দলে বাংলাদেশের ঢাকা লীগের কৃতি খেলোয়াড় (ইমু, তন্ময়, বাপ্পী, চন্দন,মিঠুন, অনিক) অংশগ্রহণ করেন। খেলাটি গোল শুন্য ড্র হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন বেতাগা স্পোর্টিং ক্লাবের তন্ময় ও ফ্রেন্ডস একাডেমির হামিম। খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি জনাব মোঃ শাহ আলম।