ads
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম

চৌগাছার ঠান্ডু হত্যা মামলার ৩ আসামি ঢাকায় গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২
  • ৪২ বার পঠিত

যশোরের চৌগাছার পাতিবিলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ঠান্ডু হত্যা মামলার তিন আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (১২ মার্চ) গভীর রাতে ঢাকা আশুলিয়া সুটিং বাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা।

আটককৃতরা হলেন, ফারুক হোসেন (৪০), আব্দুল খালেক (৫৫) ও তোতা মিয়া (৩৫)।

যশোর র‌্যাব ৬ এর কোম্পানি কমান্ডার (লে. কর্নেল) এম নাজিউর রহমান বলেন, গত বছর ২১ ফেব্রুয়ারি যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা বাজারে ঠান্ডু মেম্বর রাজনৈতিক প্রতিহিংসায় খুন হন। এ ঘটনায় চৌগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি একই এলাকার ফারুক হোসেন, আব্দুল খালেক ও তোতা মিয়া। দীর্ঘদিন পলাতক থাকার পর প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব নিশ্চিত হয় তিন আসামি আশুলিয়া সুটিং বাড়ি এলাকায় অবস্থান করছেন। শনিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102