ads
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম

ভোলায় এক ডিলার মজুত করলেন ৬২০০ লিটার সয়াবিন তেল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩৬ বার পঠিত

ভোলায় একটি গোডাউন থেকে রূপচাঁদা ও ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ছয় হাজার ২০০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিলার রাশেদুল আমিনকে জরিমানা এবং গোডাউনটি সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৩ মার্চ) সন্ধ্যায় ভোলা শহরের আবহাওয়া অফিস রোড এলাকায় অভিযান চালিয়ে জরিমানা ও গোডাউন সিলগালা করে দেওয়া হয়। ভোলা জেলা কৃষি বিপণন অধিদফতরের কর্মকর্তা মো. মোস্তফা সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে আবহাওয়া অফিস রোড এলাকায় স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পাশে একটি গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান। সেখানে রূপচাঁদা ও ফরচুনসহ বিভিন্ন কোম্পানির ছয় হাজার ২০০ লিটার সয়াবিন তেল মজুত করা ছিল। এ সময় ডিলার মো. রাশেদুল আমিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে গোডাউটি সিলগালা করে দেওয়া হয়।

ডিলার রাশেদুর আমিন বেশি দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করে রেখেছিলেন বলে জানান মোস্তফা সোহেল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102