দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়ে তদন্ত করে বসে থাকলে হবে না যথাযথ ব্যবস্থা নিতে হবে। সয়াবিন তেলের মূল্য বৃদ্ধি নিয়ে করা রিটের শুনানিতে আজ সোমবার (১৪ মার্চ) এমন মন্তব্য করেছেন বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
এসময় রিট পিটিশনে সয়াবিন তেলের পাশাপাশি অন্যান্য নিত্যপণ্য যুক্ত করার কথা বলেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে শুনানি ও আদেশের জন্য মঙ্গলবার (১৫ মার্চ) দিন ঠিক করেন।
এ বিষয়ে আইনের বাস্তবায়ন হয়নি বলেও রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে মন্তব্য করেন হাইকোর্ট। আদালত বলেন, এসব বিষয়ে ব্যবস্থা নিলে অপরাধীরা সাহস পেতো না।
গত ৩ মার্চ সয়াবিন তেলের দাম বাড়ানোর বিষয়টি হাইকোর্টের নজরে আনেন তিনজন আইনজীবী। তারা সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন। প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সুযোগ নিয়ে বাংলাদেশের এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সয়াবিন তেলের দাম অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছেন।
২ মার্চ বাজারে ক্রেতাদের কাছ থেকে এক লিটার খোলা সয়াবিনের দাম রাখা হয়েছে ১৭৫ টাকা। অথচ সরকার এক লিটার খোলা সয়াবিনের দাম ১৪৩ টাকা নির্ধারণ করে দিয়েছে। তখন আদালত আইনজীবীদের যথাযথ প্রক্রিয়ায় রিট করার পরামর্শ দেন।