মৌলভীবাজার জেলার কুলাউড়ায় চলতি গাড়িতে দৌড়ে উঠতে গিয়ে গাড়ির নিচে চাপা পড়ে আহাদুর রহমান আহাদ (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকালে পৌর এলাকার দত্তরমুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে। আহাদ দত্তরমুড়ি গ্রামের ইছবর আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আহাদ আমির ছলফু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। সোমবার সকালে বাড়ির পাশে একটি চলতি পিকআপ ভ্যানের পিছনে ওঠতে যায় আহাদ। এ সময় হাত ফসকে আহাদ গাড়ির নিচে চাপা পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আহাদকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আহাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।