শফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: সীতাকুণ্ডে মহাসড়কে একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার(১৫ মার্চ) দুপুর ১২টার সময় উপজেলার বাড়বকুণ্ড এলাকায় বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের সামনে মহাসড়কে “নিউ এডিশন” (ঢাকা মেট্রো ব -১৩-০০০১) নামে চট্টগ্রামমূখী বাসে এ আগুন লাগার ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের পর চালক, সহকারী ও যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার পর চালক ও হেলপার পালিয়ে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল করিম দুলাল জানান, আগুন লাগার পরই আমরা ঘটনাস্থলে গিয়ে ১২টার দিকে আগুণ নিয়ন্তণে আনি। বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিল। বাসের ইঞ্জিন থেকে বাসটিতে হঠাৎ আগুন লেগে গিয়ে মূহুর্তে আগুন বাসে ছড়িয়ে পড়ে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।