রংপুরের পীরগঞ্জ উপজেলার সানেরহাট ইউনিয়নের দামোদরপুর গ্রামে ২ মেয়ে শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এরা হচ্ছে, পার্শ্ববতি উপজেলা মিঠাকুকুরের লিটনের কন্যা নইমা (৩) ও একই এলাকার রাসেদ মিয়ার কন্যা তাসপিয়া(৩)।
বৃহস্পতিবার সকালে শিশুদুটি মিঠাপুকুর থেকে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। সন্ধ্যার আগে বাড়ির পাশে খেলতে গিয়ে দুইজনই পানিতে পড়ে যায়। আশপাশের কেউ না থাকায় এরা ডুবে মারা যায়। পরে লাশ ভেসে উঠলে এলাকাবাসীর নজরে এলে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জাতীয় সংসদের স্পিকার পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে এদের দাফনের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়েছে বলে জানান সানেরহাট ইউনিয়নের চেয়ারম্যান মেজবাহুল রহমান।