চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গরুর খামারে আগুন লেগে ২৭টি গরু পুড়ে মারা গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টার দিকে নাচোল উপজেলার কসবা ইউপির আখিলা গ্রামের আলহাজ্ব সোলায়মান এর গরুর খামারে।
কসবা ইউপির চেয়ারম্যান গোলাম জাকারিয়া জানান, মশার উপদ্রব থেকে গরুকে বাঁচাতে খামারে প্রতিদিনই ধূপসহ শুকনা কাঠের টুকরা ও খড়কুটা দিয়ে ধোঁয়া দেওয়া হয়। বৃহস্পতিবার রাতে সোলায়মান নামাজ পড়তে যান এবং ফিরে এসে দেখেন তার গরুর খামারে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় স্থানীয়রা সহ ফায়ার সার্ভিস কমীরা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর মধ্যেই খামারে থাকা ২৭টি গরুই আগুনে পুড়ে মারা যায়।
নাচোল থানার ওসি মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।