নীলফামারীতে রেললাইনে বসে ব্রাশ করার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া বউবাজার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম লিমন আহমেদ। ২৪ বছর বয়সী মনসাপাড়া বউবাজার এলাকার গুড়গুড়ি গ্রামের মনসাপাড়ার নুর উদ্দীনের ছেলে। তিনি উত্তরা ইপিজেডের শ্রমিক ছিলেন। করোনালীন শ্রমিক ছাঁটাইয়ের কারণে তার চাকরি চলে যায়। এরপর তিনি একটি পিকআপের সহকারী হিসেবে কাজ করতেন। বাড়িতে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, রেললাইনের ওপর বসে ব্রাশ করছিলেন লিমন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেন তার সামনে চলে আসে। দ্রুত উঠে দাঁড়ালেও ট্রেনের ধাক্কায় নিচে পড়ে যান তিনি। এতে ছিন্নবিছিন্ন হয়ে যায় তার শরীর।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের কারণে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।