ads
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম

বিদ্যুৎলাইনের কাজ করতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩৫ বার পঠিত

চাঁদপুরে বিদ্যুৎলাইন মেরামত করতে গিয়ে শাকিল (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের পুরানবাজার দাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাকিলের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকায়।

জানা যায়, ষোলশহর প্রকল্পের আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে চাঁদপুরের বিদ্যুৎসংযোগ লাইনের মেরামত কাজ চলছে গত দুই বছর ধরে।

এই কাজে শহরের পুরানবাজার দাসপাড়া এলাকায় শুক্রবার ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজ করছিলেন।

কাজের শেষ ভাগে সন্ধ্যায় ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক শাকিল টান্সমিটারে বিদ্যুৎ রয়েছে কিনা- তা চেক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

তাৎক্ষণিক ভাবে সহকর্মীরা তাকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শাকিলের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে বলে জানায় হাসপাতাল সূত্র। তবে তাকে হাসপাতালে আনতে বিলম্ব হয়েছে বলে জানান সহকর্মীরা।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর সদর মডেল থানায় লিখিতভাবে অবহিত করে। এরপর সুরতহাল শেষে লাশ পুলিশের হেফাজতে নেয়া হয়।

পুলিশের এসআই ইকবাল হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102