সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ ছাতকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে তিনটি পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রবিবার (২০ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিসিবি পণ্য বিক্রির উদ্ভোদন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।
এসময় তারা নিম্ন আয়ের নারী পুরুষের হাতে তেল, ডাল ও চিনির প্যাকেট তুলেদেন। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি লিটার তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা ও প্রতি কেজি মসুরের ডালের দাম পড়েছে ৬৫ টাকা। অর্থাৎ একজন ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি চিনি ও ২ কেজি মসুরের ডাল নিতে পারছেন। ছাতকে প্রায় ১৬হাজার পরিবার পাবে এসব পণ্য। এখানকার ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে দুই ধাপে চলবে এ কার্যক্রম। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে বাজার দরের চেয়ে কম দামে সরকার নিম্ন আয়ের মানুষের মধ্য পণ্য বিক্রি করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে সমগ্র বাংলাদেশে নিম্ন আয়ের মানুষের প্রায় ১ কোটি পরিবার এ সুবিধা পাবে। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান, প্রথম দিন এখানের তিনটি ইউনিয়নে টিসিবি’র পণ্য বিক্রি করার মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভারসহ সকল ইউনিয়নে পণ্য বিক্রয় করা হবে।উপকারভোগীগণ যাতে সঠিক ওজনে মালামাল পান সে লক্ষ্যে কঠোর মনিটরিং এর মাধ্যমে প্যাকেজিং করা হয়েছে। কার্ডধারীগণ যাতে বিড়ম্বনা বা ভোগান্তির শিকার না হন সেজন্যও মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রয়োজনে আরো ব্যবস্থা নেওয়া হবে।