পটুয়াখালীতে নিখোঁজের দুই দিনের মাথায় অধ্যাপিকা মনোয়ারা সুলতানার (৬২) লাশ উদ্ধার হয়েছে।
সোমবার সকালে নৌপুলিশের একটি দল পায়রাকুঞ্জ নদী এলাকার খেয়াঘাট থেকে লাশটি উদ্ধার করে।
মনোয়ারা পটুয়াখালী সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয়প্রধান ছিলেন। ২০২০ সালে তিনি অবসরে যান। তার স্বামীর নাম ইসাহাক মোল্লা। তিনি আব্দুল করিম মৃধা কলেজের সাবেক অধ্যাপক।
নিহতের ছেলে রাশেদ ইসাহাক শিবলী বলেন, দুই বছর আগে আমার ভাই মারা গেলে মা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকেই তিনি অস্বাভাবিক জীবনযাপন করতেন। শনিবার সকালে তিনি শহরের সবজুবাগ দ্বিতীয় লেনের বাসা থেকে হাঁটতে বের হন। এরপর আর বাসায় ফেরেননি।
তিনি বলেন, অনেক খোঁজ করে না পেয়ে মৌখিকভাবে পুলিশকে জানানো হয়। পরে সোমবার সকালে নৌপুলিশ লাশ পাওয়ার খবর দেয়।
সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অধ্যাপিকা মনোয়ার সুলতানার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।