লালমনিরহাটে কেন্দ্রীয় বাস টার্মিনালে আধিপত্য বিস্তার, বাসশ্রমিক ইউনিয়নের নামে জমি গোপনে বিক্রিসহ বিভিন্ন ঘটনা নিয়ে শ্রমিকদের দুই গ্রুপের মাঝে চলছে উত্তেজনা। সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে সাধারণ শ্রমিকদের এ আন্দোলন।
গতকাল রোববার (২০ মার্চ) সভাপতি-সাধারণ সম্পাদকের সমর্থিত শ্রমিকরা আন্দোলনরত শ্রমিকের ওপর হামলা করে। আহত হয় ৬ জন।
এরই প্রতিবাদে মুন্না গ্রুপের শ্রমিকরা আজ সোমবার সকাল থেকে বাস-মিনিবাস ধর্মঘট আহবান করে। বাস ধর্মঘটের কারণে লালমনিরহাট জেলার সাথে সারা দেশের বাস বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ।