আলোচিত জোড়া শিশু লাবিবা-লামিসাকে আলাদা করা হয়েছে। সোমবার (২১ মার্চ) রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সফল অস্ত্রোপচারে তাদের পৃথক করা হয়। দুজনেরই জ্ঞান ফিরেছে।
বিকেলে ঢামেকের শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ উল হক কাজলের তত্ত্বাবধানে লাবিবা-লামিসার অস্ত্রোপচার হয়। এসময় হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অসিত চন্দ্র সরকার ও অন্যান্য চিকিৎসকরা তার সঙ্গে ছিলেন।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে লাবিবা-লামিসাকে ঢামেকের নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে নেওয়া হয়।
নীলফামারীর জলঢাকার যদুনাথপাড়া গ্রামের নির্মাণশ্রমিক মো. লাল মিয়া ও মনুফা আক্তার দম্পতির জোড়া লাগা সন্তান লাবিবা-লামিসা। ২০১৯ সালের ১৫ এপ্রিল জন্মগ্রহণ করে তারা।
জন্মের ৯ দিন পর ঢামেক হাসপাতালে দুই শিশুকন্যাকে নিয়ে আসে তাদের পরিবার। এরপর চিকিৎসকদের পরামর্শে তাদের চিকিৎসা চলছিল। গত ২৮ নভেম্বর ঢামেকের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয় জোড়া শিশুদের। সেই থেকে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে আড়াই বছরের লাবিবা ও লামিসা।