ads
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন

চট্টগ্রামে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৩১ বার পঠিত

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাকা আধাবেলা হরতালে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে পুলিশের বাঁধার মুখে পড়েছে বাম জোটের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, হরতালের সমর্থনে বাম জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা সকাল থেকে নগরীর নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় অবস্থান নেয়। তাদের অবস্থানের কারণে যানবাহন চলাচল কিছুটা বিঘিœত হয়।

চট্টগ্রাম নগরীর কোতয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে পিকেটাররা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নিউমার্কেট মোড়ে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এরপর যানবাহন চলাচলে বিঘœ ঘটানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়।

পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার সময় সিপিবি চট্টগ্রাম জেলার সম্পাদকমণ্ডলীর সদস্য উত্তম চৌধুরী অসুস্থ হয়ে পড়েন। তাকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

উত্তম চৌধুরী চিকিৎসাধীন থাকা অবস্থায় মুঠোফোনে ঢাকা মেইলকে বলেন, প্রতিবাদ সমাবেশে বাঁধা দেওয়ায় আমাদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ওই এলাকার বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে নেতাকর্মীদের পিকেটিং করতে দিচ্ছে না।

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং গ্যাস, বিদ্যুৎ ও পানির দাম বাড়ানোর উদ্যোগ বন্ধের দাবিতে আধা বেলা এই হরতালের ঘোষণা দেওয়া হয় গত ১১ মার্চ। হরতাল সফল করতে প্রচারপত্র বিলি, পোস্টার লাগানোসহ জেলা-উপজেলা-ইউনিয়ন পর্যায়ে সভা, সমাবেশ, প্রচার মিছিল ও গণসংযোগ করে বাম জোট।

কিছু জায়গায় হরতালের সমর্থনে বিক্ষোভ করা হলে নগরীর বাকি সব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে চট্টগ্রাম মহানগরীতে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। নগরীর ব্যস্ততম এলাকা চকবাজার, বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, জিইসি, আগ্রাবাদ, অলঙ্কার মোড়, একে খানসহ বিভিন্ন এলাকায় মানুষের কর্মচাঞ্চল্য চোখে পড়েছে। যান চলাচল করছে অন্য দিনের মতোই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

Prayer Time Table

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১১
  • ১১:৫৯
  • ১৫:৪০
  • ১৭:১৯
  • ১৮:৩৮
  • ৬:৩৬
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102