সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে ক্ষতিকারক কন্টেন্ট নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ না নেয়া কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (১১ এপ্রিল) বিচারপতি মুজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
এদিকে ক্ষতিকারক কনটেন্ট নিয়ন্ত্রণে ফেসবুক কেন লোকবল নিয়োগ দেবে না, সে বিষয়েও রুল দিয়েছেন হাইকোর্ট।
বিটিআরসিকে হাইকোর্ট বলেন, ফেসবুকে থাকা ক্ষতিকর কনটেন্ট অবশ্যই বন্ধ করতে হবে।
এদিকে বিটিআরসি জানায়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী কন্টেন্ট সরানোর অনুমতি থাকলেও টেকনিক্যাল জটিলতার কারণে সেটি সম্ভব হচ্ছে না। আর এর জবাবে হাইকোর্ট জানতে চায়, অন্য দেশে সম্ভব হলে সেটি বাংলাদেশে কেন সম্ভব নয়।
প্রসঙ্গত, কক্সবাজারের রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ অসংখ্য সহিংসতার সূত্রপাত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের উস্কানিমূলক স্ট্যাটাস থেকে। এমন ঘটনা বন্ধে ফেসবুক থেকে ক্ষতিকর কন্টেন্ট সড়াতে বিটিআরসিকে ব্যবস্থা নিতে চিঠি দেয় ৪ নাগরিক। পরে এ নিয়ে রিট করা হয় হাইকোর্টে।