মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা প্রশাসন কতৃক বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব স্বপন দাশ, ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব শেখ মুস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান জনাব তহুরা খানম, স্বাগত বক্তব্য রাখেন ফকরহাট উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার জনাব কৃষ্ণা সরকার।
প্রধান অতিথি বলেন কৃষকদের এই বীজ বিতরণ এর মধ্য দিয়ে তাদেরকে আউশ ধান চাষের প্রতি আগ্রহী করে তোলা এবং খাদ্যের ঘাটতি কমাতে সহযোগিতা করবে।