ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট আদালতে আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (২৪ মে) দুপুরের দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৬ এ আত্মসমর্পণ করেন সম্রাট। আত্মসমর্পণ করে তিনি জামিনের আবেদন জানান।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৮ মে সম্রাটের জামিন বাতিল করে আদেশ দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। একই সঙ্গে সম্রাটকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে সম্রাট আপিল বিভাগে আবেদন করেন। আবেদনটির ওপর শুনানি নিয়ে ২৩ মে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম। হাইকোর্টের আদেশ স্থগিত না করে সম্রাটের আবেদনটি ৩০ মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার বিচারপতি।
দুদকের করা মামলায় গত ১১ মে সম্রাটকে জামিন দিয়েছিলেন ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালত। সব মামলায় জামিন পাওয়ায় তিনি কারামুক্ত হন।
ওই জামিন বাতিল চেয়ে দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সম্রাটের জামিন বাতিল করেন হাইকোর্ট। একইসঙ্গে সাতদিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।